Hoye Jetey Paari (From "Fidaa")

歌手 Arijit SinghArindom Arijit SinghArindom

Hoye Jetey Paari (From "Fidaa") 歌詞

হয়ে যেতে পারি তোমার কথা এলে
নতুনের মতো যেন কেউ
হয়ে যেতে পারি তোমার নীল-এ অকারণে
খেলে যাওয়া ঢেউ
হয়ে যেতে পারি তোমার কথা এলে
সাথে সাথে আনমনা
হয়ে যেতে পারি আকাশ নীল-এ
মেঘেদের আল্পনা…

তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার

কখনো, দেখেছো কি ভেবে তুমি?
কতটা এগিয়েছি, আদরের কাছাকাছি
আমি, তোমার, সাথে কখনো
শুনেছো কি কান পেতে?
আমাদের নাম লেখা
গান গায় কত পাখি
আমার, তোমার কাছে

তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার

জানিনা, কত রাত পার করে
তোমাকে কুড়িয়ে পাবো
আদরের আশেপাশে
তোমায় নিজের মতো বলে দাও
মেঘে মেঘে বেলা হলে
মনে মনে কথা যতো
লুকিয়েছো জেনে বুঝে
তুমি, তোমার কাছে

তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল, অজান্তে
বোলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার

分享連結
複製成功,快去分享吧
  1. Hoye Jetey Paari (From "Fidaa")
Arijit SinghArindom所有歌曲
  1. Hai Dil Ye Mera
  2. Girl I Need You
  3. Bas Ek Baar
  4. Mehram
  5. Manwa Laage
  6. Saawali Si Raat
  7. Senti Wali Mental
  8. Judaai (From "Badlapur)
  9. Janam Janam (From "Dilwale")
  10. Aye Dekhe Jaa
Arijit SinghArindom所有歌曲

Arijit SinghArindom熱門專輯

Arijit SinghArindom更多專輯
  1. Arijit SinghArindom Arijit Singh Hit Songs
    Arijit Singh Hit Songs
  2. Arijit SinghArindom Pal (Remix (From "Jalebi"))
    Pal (Remix (From "Jalebi"))
  3. Arijit SinghArindom Phoenyx Phase 1
    Phoenyx Phase 1
  4. Arijit SinghArindom Heeriye (From "Happy Hardy and Heer")
    Heeriye (From "Happy Hardy and Heer")
  5. Arijit SinghArindom Golpo Holeo Shotti
    Golpo Holeo Shotti
  6. Arijit SinghArindom Zaalima
    Zaalima
  7. Arijit SinghArindom Nashe Si Chadh Gayi
    Nashe Si Chadh Gayi
  8. Arijit SinghArindom Arijit Singh - Ultimate Love Songs
    Arijit Singh - Ultimate Love Songs